হজের ফরজ ৩টি
১.হজের নিয়তে ইহরাম বাঁধা।
২.আরাফার ময়দানে ৯ই জিলহজ তারিখে অবস্থান করা।
৩.তাওয়াফে যিয়ারত করা।
হজের ওয়াজিব কাজ পাঁচটি
১.আরাফার ময়দানে হতে প্রত্যাবর্তনের সময় মুযদালিফায় অবস্থান করা
২. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে মাঝখানে দৌড়ানো বা সাঈ করা।
৩.শয়তানকে ( জামরাতুল আকবার) কংকর মারা
৪.তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরের থেকে আগত
৫.মাথা মুড়ানো বা চুল ছাঁটা।
0 মন্তব্যসমূহ