"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"🖤
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন 🥰
ঈদ মোবারক🌙
হাদীস ও আসারের আলোকে ঈদের দিনের কিছু সুন্নাহ নিচে তুলে ধরা হলোঃ
১. তাকবীরে তাশরীক
২. ঈদের সালাতের আগেই ফিতরা আদায়
৩. খুব ভোরে ঘুম থেকে ওঠা ও আগে আগে ঈদগাহে যাওয়া
৪. মিসওয়াক করা, গোসল করা ও সুগন্ধি লাগানো
৫. বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া
৬. যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
৭. ঈদগাহে যাওয়া ও আসার পথ ভিন্ন করা
৮. উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা
৯. খুতবা শোনা (ওয়াজিব)
১০. ঈদের দিন যথা সম্ভব হাসি খুশি থাকা
১১. একে অন্যকে ঈদের অভিভাদন জানানো
0 মন্তব্যসমূহ