সূরা আল-কাদর বাংলা অনুবাদ

দয়াময়,পরম দয়ালু আল্লাহর নামে।
১.নিশ্চয়ই আমি এটি (আল-কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে।
২.আর আপনি৷ কি জানেন  এ রাত কি?
৩.মহিমান্বিত রাত  হাজার মাসে অপেক্ষা উত্তম।
৪.সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রুহ (জিবরাইল ফেরেশ) তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়।

৫.সে রাতের উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি(বিরাজ করে)     

        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ