সূরা নাস (বাংলা অর্থসহ উচ্চারণ)-Surah An Nas With Bangla Translation-JRS Islamic Channel

সূরার নাম : আন - নাস
শ্রেণী : মাদানী সূরা (মদীনায় অবতীর্ণ)
অন্য নাম : মানুষ
নামের অর্থ : মানবজাতি
সূরার ক্রম : ১১৪
আয়াতের সংখ্যা : ৬
রুকুর সংখ্যা : ১

পারার ক্রম : ৩০ পারা
শব্দ : ২০
বর্ণ : ৮০

সূরা নাস (বাংলা অর্থসহ উচ্চারণ)

                                                   
                                 Surah An Nas With Bangla Translation-
  
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
কুল আউযু বিরাব্বিন নাস
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ النَّاسِ
মালিকিন্ নাস
মানুষের অধিপতির ।
إِلَهِ النَّاسِ
ইলাহিন্ নাস
মানুষের মা’বুদের ।
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ।
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
মিনা জিন্নাতি ওয়ান্নাস
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ