জুম্মা দিন হাদিস

রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশদ করেন যে-
"তোমারা জুমার রাতে ও জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদপাঠ কর।যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তায়ালা তার ওপর দশবার রহমত নাজীল করেন।"

আসসুনানুল কুবরা,বায়হাকী


আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন,

‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।’ 

(সূরা জুমা : ০৯)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ