মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
এই বাড়ীর লাগিয়া কতো করলা মারামারি
মামলা মোকদ্দমা কইয়া খোওয়াইলা করি।
এই বাড়ীর লাগিয়া কতো করলা মারামারি
মামলা মোকদ্দমা কইয়া খোওয়াইলা করি।
আজকে তুমি যাবে চলে
আজকে তুমি যাবে চলে সবকিছু ফেলিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
মানুষ কই যায়রে দুনিয়া ছাড়িয়া
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
ছেলে মেয়ে, নববধূর প্রেমেতে মজিয়
নামাজ রোজা সব খোওয়াইলা দুনিয়াতে আসিয়া
ছেলে মেয়ে, নববধূর প্রেমেতে মজিয়
নামাজ রোজা সব খোওয়াইলা দুনিয়াতে আসিয়া
নামাজ রোজা সব খোওয়াইলা দুনিয়াতে আসিয়া।
সেই ছেলের ওই গোসল দিবে
সেই ছেলের ওই গোসল দিবে, মশারি টানিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
মানুষ কই যায়রে দুনিয়া ছাড়িয়া
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়ারে তারে জনমের লাগিয়া।।
0 মন্তব্যসমূহ