সাহাবা কিরামের ইবাদাত।
পবিত্রতা অর্জন।
প্রতি ওয়াক্ত নামাযের জন্য নতুন অজু করাপ্রতি ওয়াক্ত নামাযের জন্য নতুন অজু করা পবিত্রতা ও বিপুল ছাওয়াবের কাজ।সেজন্য আল্লাহ পাক প্রথম-প্রথম নবীজী (সা.)-এর উপর পাঁচ ওয়াক্ত নামাযের সঙ্গে পাঁচ বেলা অজুও ফরজ করে দিয়েছেলেন।পরে তার ফরজিয়্যাত রহিত হয়েছে বটে;কিন্তু সাহাবা কিরাম কার্যত উক্ত আমল বজায় রাখেন।হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) প্রত্যেক নামাজের জন্য নতুন-নতুন অজু করতেন।
সুত্র:আবু দাউদ:পবিত্রতা অধ্যায়,ইবনে হাম্বল,খণ্ড-৫,পৃষ্ঠা-২৩৫।
সব সময় অজু সহকারে থাকা
অনেক সাহাবা সব সময় অজু সহকারে থাকতেন।হযরত 'আদী ইবনে হাতিম বলেন: 'ইসলাম গ্রহণের পর থেকে আমি কখনও কোনো নামাযের সময় অজুবিহীন থাকিনি।সুত্র:ইসাবা:'আদী ইবনে হাতিম প্রসঙ্গ
একবার আল্লাহর রাসূল (সা.)হযরত বিলাল (রা.)-কে ছিজ্ঞেস করলেন,গতকাল তুমি আমার আগে কীভাবে জান্নাতে প্রবেশ করেছিলে?হযরত বিলাল (রা.)বললেন,হে আল্লাহর রাসূল (সা.)'আমি যখনই আযান দিই ,তখন বাধ্যতামূলকভাবে দুই রাকাত নামায পড়ি আর যখনই অজু ভেঙে যায়,সঙ্গে-সঙ্গে অজু করে নিই।
সুত্র:মুসতাদরাক হাকিম:খণ্ড-৩,পৃষ্ঠা-২৮৫
#JRSIslamicChannel
0 মন্তব্যসমূহ