তাবলীগে গিয়ে কি হয়?

JRS Islamic Channel
পড়ুন,জানুন,আমল করুন।


♥️তাবলীগে গিয়ে কি হয়?♥️

তাবলীগে গিয়ে আলেম হওয়া যায় না।।

কিন্তুু 

১/ আমাদের ঈমান বাড়ে।।

২/ আমলের উন্নতি ঘটে।।

৩/ নামাজ-কালামে মনোযোগী হওয়া যায়।।

৪/ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সম্পর্কে ধারণা পাওয়া যায়।।

৫/ ব্যক্তিগত জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বাড়ে।।

৬/ মসজিদওয়ার পরিবেশ মনকে পবিত্র রাখে।।

৭/ গোনাহকে পরিহার করা সহজ হয়।।

৮/ দুনিয়ার জীবনের পরিশুদ্ধি লাভ হয়।।

৯/ আখেরাতের জীবনের কথা মনে বসে।।

১০/ আল্লাহর ওয়াদার একীন পয়দা হয়।।

১১/ আল্লাহর আযাবের ভয় পয়দা হয়।।

১২/ খাটি মুসলমান হিসেবে চলা সহজ হয়।।

১৩/ সত্যবাদীতার উপর চলার অভ্যাস হয়।।

১৪/ মিথ্যাবাদীতা থেকে পরহেজ থাকা সহজ হয়।।

১৫/ অহেতুক কাজ-কর্ম থেকে বেচে থাকা সহজ হয়।।

১৬/ পরনিন্দা, গীবত, শেকায়েত সম্পর্কে জানা যায় এবং বেচে থাকা সহজ হয়।।

১৭/ এলেম শেখার অভ্যাস পয়দা হয়।।

১৮/ আল্লাহর জিকিরের অভ্যাস পয়দা হয়।।

১৯/ মুসলমান ভাইদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালবাসা সৃষ্টি হয়।।

২০/ মুসলিম নারীদের প্রতি সম্মান-শ্রদ্ধা বেড়ে যায়।।

২১/ কাফের-মুশরিকদের প্রতি মহব্বত পয়দা হয়।।

২২/ আমাদের ছোটদের প্রতি স্নেহ-মমতা বেড়ে যায়।।

২৩/ আলেম-ওলামাদের প্রতি সম্মান শ্রদ্ধা বেড়ে যায়।।

২৪/ কর্মজীবনে হালাল ভাবে চলার মনবাসনা তৈরী হয়।।

২৫/ কাজে ফাকি-অবহেলা চুরি ইত্যাদি থেকে নিজকে রক্ষা করা সহজ হয়।।

২৬/ দায়িত্ব-কর্তব্যনিষ্ঠ জীবনের পয়দা হয়।।

২৭/ আমাদের জীবনের আমলে ইখলাস পয়দা হয়।।

২৮/ আল্লাহর কিতাব এবং রাসূল (সা:) হাদীসের উপর সম্মান ভালোবাসা মহব্বত পয়দা হয়।।

২৯/ সাহাবীহ (রা:) জীবনের ইতিহাস জানা যায় এবং মানা সহজ হয়।।

৩০/ ফেরেসতাদের সম্পর্কে ঈমানের পয়দা হয়।।

৩১/ জাহান্নামের ভয় অন্তরে পয়দা হয়।।

৩২/ জান্নাতের আশায় আমল করার অভ্যাস হয়।।

৩৩/ আল্লাহর রাস্তায় চলার অভ্যাস হয়।।

৩৪/ সুন্নতি জীন্দেগী পয়দা হয়।।

৩৫/ ইসলামী আদব-কায়দা জীবনের পথেয় হয়।।

       সর্বোপরি ঈমানের উন্নতি ঘটে আমলের শখ পয়দা হয় আখেরাতের রাস্তা সহজ হয়।
............!................!.............
♥️ভাই তাবলিগ আমার কাজ, আমিই এই কাজের জিম্মাদার,
দুনিয়াতে যে বলবে কালেমার সাথে মুহাম্মদূর রাসুলুল্লাহ,তার এই কাজ,পরিস্কার কোরআন মাজীদে আছে,রাসুল কে বলতেছে আল্লাহ, বলেন এই কাজ আমার কাজ, আর যে আমাকে নবী মানবে তার কাজ,
আনা ও মানিত্তায়ানি,

(আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুণ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ